Ajker Patrika

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৮টি দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৭
লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৮টি দোকান

লক্ষ্মীপুরে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সদর উপজেলার টুমচর জনতা বাজারে এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চা দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে আটটি দোকান পুড়ে যায়।

রঞ্জিত কুমার আরও জানান, এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত