কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াইয়ে ঠিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অস্ত্রসহ তাঁরা প্রবেশ করেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিজিপি সদস্যের আশ্রয় গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সীমান্তের সূত্রে জানা গেছে, রাখাইনের মংডু শহরের অদূরে বিজিপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরকান আর্মি। সেখানে সংঘাতের জেরে আজ রোববার সকালে টেকনাফের নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৮৮ জন বিজিপির সদস্য আসেন। তাঁরা সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া ও নাজিরপাড়া পয়েন্ট দিয়ে কাঠের নৌকায় বাংলাদেশের জলসীমায় ঢুকলে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের নিরস্ত্রীকরণ করে বিকেলে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে তাঁদের রাখা হয়েছে। এর আগে গতকাল শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিপির ৪০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেন।
এ ছাড়া কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াইয়ে ঠিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অস্ত্রসহ তাঁরা প্রবেশ করেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিজিপি সদস্যের আশ্রয় গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সীমান্তের সূত্রে জানা গেছে, রাখাইনের মংডু শহরের অদূরে বিজিপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরকান আর্মি। সেখানে সংঘাতের জেরে আজ রোববার সকালে টেকনাফের নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৮৮ জন বিজিপির সদস্য আসেন। তাঁরা সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া ও নাজিরপাড়া পয়েন্ট দিয়ে কাঠের নৌকায় বাংলাদেশের জলসীমায় ঢুকলে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের নিরস্ত্রীকরণ করে বিকেলে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে তাঁদের রাখা হয়েছে। এর আগে গতকাল শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিপির ৪০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেন।
এ ছাড়া কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৭ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক হিন্দুকে আটক করেছে পুলিশ। উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের ছেলে...
৩৬ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে হুমায়ুন কবির (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের পরিবহন শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের একটি বাসার সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেজুলাই-২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডির এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক
২ ঘণ্টা আগে