Ajker Patrika

পরিত্যক্ত কার্টনে থাকা ভ্রূণ টানছিল কুকুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ২২: ২২
পরিত্যক্ত কার্টনে থাকা ভ্রূণ টানছিল কুকুর

কুমিল্লার বুড়িচং সদর এলাকায় পরিত্যক্ত একটি কার্টন থেকে ভ্রূণ উদ্ধার করা হয়েছে। দুটি কুকুর কার্টন টানাটানির করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।

আজ মঙ্গলবার দুপুরে সদর এলাকায় সানমুন ডায়াগনস্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলসংলগ্ন পেছনের গলি থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টনে থাকা ভ্রূণ নিয়ে টানাটানি করছিল দুটি কুকুর। এ সময় বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে ছেঁড়া কার্টনের মধ্য থেকে একটি ভ্রূণ দেখতে পান তাঁরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

ব্যবসায়ী মো. আলী আশরাফ ফাজু জানান, ডায়াগনস্টিক সেন্টারের গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টন নিয়ে দুটি কুকুর টানাহেঁচড়া করছে। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ছেঁড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রূণ দেখতে পান। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে এসে কার্টনে থাকা মৃত ভ্রূণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রুণটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মৃত ভ্রূণটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত