সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সাতটি তক্ষক উদ্ধার এবং এগুলো পাচারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার সদর থানার কদমতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আবিদরপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও লক্ষ্মীপুর জেলার সদর থানার শরীফপুর এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারের খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্তপ্রায় সাতটি তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তক্ষকগুলো পরে চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, অভিযানে গ্রেপ্তার পাঁচ পাচারকারী তক্ষকগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, গ্রেপ্তার পাঁচ পাচারকারীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সাতটি তক্ষক উদ্ধার এবং এগুলো পাচারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার সদর থানার কদমতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আবিদরপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও লক্ষ্মীপুর জেলার সদর থানার শরীফপুর এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারের খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্তপ্রায় সাতটি তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তক্ষকগুলো পরে চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, অভিযানে গ্রেপ্তার পাঁচ পাচারকারী তক্ষকগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, গ্রেপ্তার পাঁচ পাচারকারীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৩ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
৭ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
৯ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৬ মিনিট আগে