Ajker Patrika

সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৫: ৪৯
সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সাতটি তক্ষক উদ্ধার এবং এগুলো পাচারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার সদর থানার কদমতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আবিদরপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও লক্ষ্মীপুর জেলার সদর থানার শরীফপুর এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারের খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্তপ্রায় সাতটি তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তক্ষকগুলো পরে চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। 

ওসি আরও জানান, অভিযানে গ্রেপ্তার পাঁচ পাচারকারী তক্ষকগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, গ্রেপ্তার পাঁচ পাচারকারীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত