Ajker Patrika

চট্টগ্রামে ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনর্বাসন দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের কোতোয়ালী থানার কোর্টহিল সড়কে অবৈধভাবে গড়ে ওঠা ১৭টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সেখানে থাকা এসব দোকানের কোনো কোনোটি প্রায় ৪০ বছর পুরোনো। ব্যবসায়ীরা বলছেন, উচ্ছেদ করা হলেও তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এখন তাঁরা ক্ষতিপূরণ বা পুনর্বাসনের দাবি তুলেছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু নিয়ম মেনে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজকে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে থাকা আরও কী কী অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো নিরূপণ করে অভিযান পরিচালনা করা হবে।’ 

অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, সরকারি খাস জমিতে এই ১৭ টির মতো ছোট-বড় দোকান গড়ে উঠেছিল। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে। যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলো ছিল। 

কোর্টহিলের পাশেই জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গণ রয়েছে। এখানে উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। যার কারণে স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। উদ্ধারকৃত জায়গায় ওয়াশ ব্লক স্থাপন, বসার স্থান নির্মাণ ও জনসাধারণের চলাচলের পথ প্রশস্ত করা হবে। 

উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাউচ্ছেদ হওয়া একটি দোকানের মালিক মো. সেলিম উদ্দিন। তাঁর ফটোকপির দোকান ছিল। প্রায় ৪০ বছর ধরে তাঁর এই দোকানটি এখানে পরিচালনা করে আসছিলেন তিনি। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দোকানটি ৪০ বছর আগে বাবা স্থাপন করেন। আমাদের লাইসেন্স আছে। কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে আমাদের উচ্ছেদ করা হলো। আমাদের দাবি, যাতে আমাদের পুনর্বাসন করে।’ 

উচ্ছেদ অভিযানে পুলিশের ৩০ জন পুলিশ সদস্য, পিডিবির প্রকৌশলী ও টেকনিশিয়ান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রকৌশলী ও টেকনিশিয়ান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত