রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের পাটোয়ারীবাড়ী ইউনিয়নে বিএনপির নেতা বিল্লাল পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
আজ শনিবার সকালে বিল্লাল পাটোয়ারী জানান, গতকাল রাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলে এসে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁর মোটরসাইকেল ও বাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়নি জানিয়ে বিল্লাল পাটোয়ারী বলেন, ‘থানায় জানিয়ে লাভ নেই। আমি সরাসরি আদালতে অভিযোগ করব।’
ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, ‘রাজনীতি হবে রাজপথে। অথচ সন্ত্রাসী কায়দায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা কাপুরুষতার লক্ষণ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের দলীয় কোনো কোন্দল নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে।’
এদিকে হামলা-ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএনপির অন্যতম শরিক দল এলডিপির কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি সাংবাদিকদের বলেন, ‘সারা দেশে বিএনপি ও শরিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে, তখনই ক্ষমতাসীন দল আন্দোলন নস্যাৎ করতে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, ‘আমি লজ্জিত এমন ঘটনায়। আমার ইউনিয়নে এ ধরনের ঘটনায় ক্ষমাপ্রার্থী। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত।’
রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হোসেন মজু বলেন, ‘আমি অসুস্থ। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আমি বিষয়টি জানতে পেরেছি। এ ধরনের ঘটনায় বিএনপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আমি এ ঘটনার কিছু জানি না। আমাকে কেউ জানায়নি ঘটনাটি। তবে এটা জানি, বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচি রয়েছে।’
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের পাটোয়ারীবাড়ী ইউনিয়নে বিএনপির নেতা বিল্লাল পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
আজ শনিবার সকালে বিল্লাল পাটোয়ারী জানান, গতকাল রাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলে এসে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁর মোটরসাইকেল ও বাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়নি জানিয়ে বিল্লাল পাটোয়ারী বলেন, ‘থানায় জানিয়ে লাভ নেই। আমি সরাসরি আদালতে অভিযোগ করব।’
ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, ‘রাজনীতি হবে রাজপথে। অথচ সন্ত্রাসী কায়দায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা কাপুরুষতার লক্ষণ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের দলীয় কোনো কোন্দল নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে।’
এদিকে হামলা-ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএনপির অন্যতম শরিক দল এলডিপির কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি সাংবাদিকদের বলেন, ‘সারা দেশে বিএনপি ও শরিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে, তখনই ক্ষমতাসীন দল আন্দোলন নস্যাৎ করতে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, ‘আমি লজ্জিত এমন ঘটনায়। আমার ইউনিয়নে এ ধরনের ঘটনায় ক্ষমাপ্রার্থী। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত।’
রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হোসেন মজু বলেন, ‘আমি অসুস্থ। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আমি বিষয়টি জানতে পেরেছি। এ ধরনের ঘটনায় বিএনপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আমি এ ঘটনার কিছু জানি না। আমাকে কেউ জানায়নি ঘটনাটি। তবে এটা জানি, বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচি রয়েছে।’
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১১ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৬ মিনিট আগে