Ajker Patrika

টেকনাফে আসামির হামলায় পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩ ভাই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে আসামির হামলায় পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩ ভাই

কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় হামলার শিকার হন তিনি। হামলার শিকার পুলিশ সদস্যের নাম মো. সাখাওয়াত। 

সকালে এ ঘটনায় অভিযুক্ত তিন ভাইকে আসামি করে থানায় মামলা করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির নাম—মো. সাকের মিয়া (৩৭)। তিনি সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় কবির আহমদের ছেলে। সাকের মিয়া টেকনাফের আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী ১০২ মাদক কারবারিদের মধ্যে একজন। অন্যেরা হলেন—সাকেরের সহোদর মনু মিয়া (৪০), রফিকুল ইসলাম (২৯)। 

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘থানার মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও আত্মস্বীকৃত আত্মসমর্পণকারী কবির আহমদের ছেলে মো. সাকের মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দলকে পাঠানো হয়। এ সময় আসামি ও তাঁর দুই ভাই পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়, এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় আহত হন এএসআই মো. সাখাওয়াত। পরে তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘আসামি সাকেরের বিরুদ্ধে মাদক, মানব পাচার, অস্ত্রসহ মোট ৪টি মামলা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত