Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ সাধারণ সম্পাদক ডা. সাঈদ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ সাধারণ সম্পাদক ডা. সাঈদ গ্রেপ্তার। ছবি; আজকের পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ সাধারণ সম্পাদক ডা. সাঈদ গ্রেপ্তার। ছবি; আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৯ এর সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গত ৪ আগস্ট সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালতের অস্থায়ী জামিনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত