Ajker Patrika

হাটহাজারীতে দাঁড়ানো কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে দাঁড়ানো কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত 

হাটহাজারীর চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে দাঁড়ানো কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে হাটহাজারীর শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।   

নিহত চালক আসিফ প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে।  

চমেক পুলিশ ফাঁড়ির চট্টগ্রাম জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার বলেন, ‘হাটহাজারী থেকে আহত অবস্থায় ছয় জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’ 

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহত গাড়ি চালক আসিফের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত