Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে অস্ত্র-গুলিসহ আরসা শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২০: ১৯
রোহিঙ্গা শিবিরে অস্ত্র-গুলিসহ আরসা শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহকে (৩৭) আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার উপজেলার ক্যাম্প-২০ (এক্সটেনশন)–এর ব্লক-এস/৩ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক আরসার কমান্ডার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি–৬ ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে। তিনি একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
 
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ কমান্ডারকে আটক করা হয়। আটক আরসা কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির দেহ তল্লাশি করে  একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত