শিপ্ত বড়ুয়া, রামু (কক্সবাজার)
যে কেউ চাইলেই বই পড়তে পারছেন এখানে। বিনা খরচে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ার সুযোগ তৈরি করেছে কক্সবাজারের রামুর সাহিত্যঘর গণগ্রন্থাগার। আবার নিবন্ধিত পাঠকেরা ঘরে বই ধার নিয়ে যেতে পারেন।
জ্ঞানের সন্ধানে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রামু উপজেলার প্রাণকেন্দ্র মেরংলোয়ায় প্রতিষ্ঠা হয় সাহিত্যঘর গণগ্রন্থাগারের। উচ্চমাধ্যমিক পড়ুয়া সাত বন্ধুর প্রচেষ্টায় গড়ে ওঠে এই গণগ্রন্থাগার। শুরুর দিকে অল্প বই থাকলেও বর্তমানে এই গণগ্রন্থাগারে হাজারের অধিক দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই আছে।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাত বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, রামু উপজেলার এই প্রাণকেন্দ্রে পাঠাগার শুরুর সময়টা মোটেও সুখকর ছিল না। নানান চড়াই-উতরাই পার করতে হয়েছে সাহিত্যঘরকে দাঁড় করাতে।
তবে বর্তমানে ভালো অবস্থানের কথাও জানান তাঁরা। সাহিত্যঘর গণগ্রন্থাগারের অন্যতম প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া গেল উচ্চমাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রামের বি এ এফ শাহীন কলেজ থেকে এইসএসসি পাশ করেছেন। রামুতে শিশু-কিশোরদের বইমুখী করতে বারবার চট্টগ্রাম থেকে ছুটে আসেন তিনি।
সংগঠক রিমন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়ুথ পজিশন বাংলাদেশ নামে আমাদের একটি সামাজিক সংগঠন আছে। আমরা অনেক আগে থেকেই এই সংগঠন থেকে বিভিন্ন সামাজিক কাজ করছি। রামুতে বর্তমান প্রজন্মের বড় একটি অংশ বই পড়ার কোনো সুযোগ পায় না। কারণ রামুতে কোনো গণগ্রন্থাগার নেই। তাই আমরা সাত বন্ধু মিলে সাহিত্যঘর গণগ্রন্থাগার করার উদ্যোগ নিই।’
দেখা গেছে, প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে গ্রন্থাগারটি। গ্রন্থাগারের নিয়মিত পাঠক অভিক চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ‘দিনের একটা সময় এই গ্রন্থাগারে কাটাই। হাতে সময় থাকলে এখানে বসেই বই পড়ি এবং মাঝেমধ্যে বই ঘরে ধার নিয়ে যাই।’
এই গ্রন্থাগারে ১০০ টাকা দিয়ে সদস্য হতে পারেন ছাত্র-ছাত্রীরা। আর যাঁরা চাকরিজীবী, তাঁরা ২০০ টাকা দিয়ে সদস্য হতে পারেন। সদস্য হলেই কেবল বই ধার নিয়ে ঘরে নেওয়া যায়। গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে দেখা যায়, কিশোর উপযোগী বিজ্ঞানবিষয়ক বইয়ের ভালো সংগ্রহ আছে। পাশাপাশি গল্প, রাজনীতি, নাটক ও কবিতার বইও আছে এখানে।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের নিবন্ধিত পাঠক কিন্নর সরকার পায়েল নিয়মিত আসেন এখানে। দৈনিক পত্রিকাগুলোতে চোখ বোলানো ছাড়াও ভালো সময় কাটে তাঁর। তিনি বলেন, সাহিত্যঘরে এসে অন্তত জাতীয় একটি পত্রিকা পড়া হয়। অনেক বইয়ে চোখ বোলাতে পারি।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রফিকুল ইসলাম সাঈদী, অভিপ্সা বড়ুয়া মেঘলা, তামান্না নেওয়াজ এবং পাঠাগার সম্পাদক মেহেদী হাসান কক্সবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তা ছাড়া সুবি বড়ুয়া কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সজীব বড়ুয়া কক্সবাজার সিটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
এদিকে রামুর প্রাণকেন্দ্রে সচল একটি গণগ্রন্থাগার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেক বইপ্রেমী। দিনে দিনে আরও ভালো বইয়ের সংখ্যা বাড়বে পাঠাগারটিতে এমনটাই আশা সবার।
যে কেউ চাইলেই বই পড়তে পারছেন এখানে। বিনা খরচে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ার সুযোগ তৈরি করেছে কক্সবাজারের রামুর সাহিত্যঘর গণগ্রন্থাগার। আবার নিবন্ধিত পাঠকেরা ঘরে বই ধার নিয়ে যেতে পারেন।
জ্ঞানের সন্ধানে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রামু উপজেলার প্রাণকেন্দ্র মেরংলোয়ায় প্রতিষ্ঠা হয় সাহিত্যঘর গণগ্রন্থাগারের। উচ্চমাধ্যমিক পড়ুয়া সাত বন্ধুর প্রচেষ্টায় গড়ে ওঠে এই গণগ্রন্থাগার। শুরুর দিকে অল্প বই থাকলেও বর্তমানে এই গণগ্রন্থাগারে হাজারের অধিক দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই আছে।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাত বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, রামু উপজেলার এই প্রাণকেন্দ্রে পাঠাগার শুরুর সময়টা মোটেও সুখকর ছিল না। নানান চড়াই-উতরাই পার করতে হয়েছে সাহিত্যঘরকে দাঁড় করাতে।
তবে বর্তমানে ভালো অবস্থানের কথাও জানান তাঁরা। সাহিত্যঘর গণগ্রন্থাগারের অন্যতম প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া গেল উচ্চমাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রামের বি এ এফ শাহীন কলেজ থেকে এইসএসসি পাশ করেছেন। রামুতে শিশু-কিশোরদের বইমুখী করতে বারবার চট্টগ্রাম থেকে ছুটে আসেন তিনি।
সংগঠক রিমন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়ুথ পজিশন বাংলাদেশ নামে আমাদের একটি সামাজিক সংগঠন আছে। আমরা অনেক আগে থেকেই এই সংগঠন থেকে বিভিন্ন সামাজিক কাজ করছি। রামুতে বর্তমান প্রজন্মের বড় একটি অংশ বই পড়ার কোনো সুযোগ পায় না। কারণ রামুতে কোনো গণগ্রন্থাগার নেই। তাই আমরা সাত বন্ধু মিলে সাহিত্যঘর গণগ্রন্থাগার করার উদ্যোগ নিই।’
দেখা গেছে, প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে গ্রন্থাগারটি। গ্রন্থাগারের নিয়মিত পাঠক অভিক চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ‘দিনের একটা সময় এই গ্রন্থাগারে কাটাই। হাতে সময় থাকলে এখানে বসেই বই পড়ি এবং মাঝেমধ্যে বই ঘরে ধার নিয়ে যাই।’
এই গ্রন্থাগারে ১০০ টাকা দিয়ে সদস্য হতে পারেন ছাত্র-ছাত্রীরা। আর যাঁরা চাকরিজীবী, তাঁরা ২০০ টাকা দিয়ে সদস্য হতে পারেন। সদস্য হলেই কেবল বই ধার নিয়ে ঘরে নেওয়া যায়। গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে দেখা যায়, কিশোর উপযোগী বিজ্ঞানবিষয়ক বইয়ের ভালো সংগ্রহ আছে। পাশাপাশি গল্প, রাজনীতি, নাটক ও কবিতার বইও আছে এখানে।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের নিবন্ধিত পাঠক কিন্নর সরকার পায়েল নিয়মিত আসেন এখানে। দৈনিক পত্রিকাগুলোতে চোখ বোলানো ছাড়াও ভালো সময় কাটে তাঁর। তিনি বলেন, সাহিত্যঘরে এসে অন্তত জাতীয় একটি পত্রিকা পড়া হয়। অনেক বইয়ে চোখ বোলাতে পারি।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রফিকুল ইসলাম সাঈদী, অভিপ্সা বড়ুয়া মেঘলা, তামান্না নেওয়াজ এবং পাঠাগার সম্পাদক মেহেদী হাসান কক্সবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তা ছাড়া সুবি বড়ুয়া কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সজীব বড়ুয়া কক্সবাজার সিটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
এদিকে রামুর প্রাণকেন্দ্রে সচল একটি গণগ্রন্থাগার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেক বইপ্রেমী। দিনে দিনে আরও ভালো বইয়ের সংখ্যা বাড়বে পাঠাগারটিতে এমনটাই আশা সবার।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৭ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৯ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩২ মিনিট আগে