নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ দফা দাবিতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুর ১২টার দিকে দলটির ১৩ সদস্যের আইনজীবী প্রতিনিধি সিএমপি কমিশনারের কাছে এ আবেদন নিয়ে যান।
আবেদন নিয়ে যাওয়ার সময় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ মেলেনি জামায়াতের আইনজীবী প্রতিনিধিদের। লিখিত আবেদনে সমাবেশের আগের দিন থেকে মাইক ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শামসুল আলম। তবে সিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া না-দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘চলতি মাসের ২২ জুলাই জামায়াত চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চেয়ে সিএমপি কমিশনার বরাবর আবেদন জমা দিয়েছে বলে শুনেছি।’
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেওয়া আবেদনপত্রে বলা হয়, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে ২২ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করা হয়েছে।’
আবেদনপত্রে আরও বলা হয়েছে, ‘ওই কর্মসূচি আমরা (জামায়াতে ইসলামী) সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। কর্মসূচি পালনের সুবিধার্থে ২৪ ঘণ্টা আগে অর্থাৎ ২১ জুলাই সকাল ১০টা থেকে মাইক, স্টেজসহ সার্বিক প্রস্তুতি প্রয়োজন। বিষয়টি আপনার সদয় অবগতি, অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা শামসুল আলম বলেন, ‘লালদীঘির মাঠে সমাবেশের অনুমতি নিয়ে আজ ১২টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। কমিশনারের পক্ষে এক কর্মকর্তা আমাদের দরখাস্ত গ্রহণ করেছেন। তাঁরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে আমাদের পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।’
১০ দফা দাবিতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুর ১২টার দিকে দলটির ১৩ সদস্যের আইনজীবী প্রতিনিধি সিএমপি কমিশনারের কাছে এ আবেদন নিয়ে যান।
আবেদন নিয়ে যাওয়ার সময় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ মেলেনি জামায়াতের আইনজীবী প্রতিনিধিদের। লিখিত আবেদনে সমাবেশের আগের দিন থেকে মাইক ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শামসুল আলম। তবে সিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া না-দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘চলতি মাসের ২২ জুলাই জামায়াত চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চেয়ে সিএমপি কমিশনার বরাবর আবেদন জমা দিয়েছে বলে শুনেছি।’
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেওয়া আবেদনপত্রে বলা হয়, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে ২২ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করা হয়েছে।’
আবেদনপত্রে আরও বলা হয়েছে, ‘ওই কর্মসূচি আমরা (জামায়াতে ইসলামী) সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। কর্মসূচি পালনের সুবিধার্থে ২৪ ঘণ্টা আগে অর্থাৎ ২১ জুলাই সকাল ১০টা থেকে মাইক, স্টেজসহ সার্বিক প্রস্তুতি প্রয়োজন। বিষয়টি আপনার সদয় অবগতি, অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা শামসুল আলম বলেন, ‘লালদীঘির মাঠে সমাবেশের অনুমতি নিয়ে আজ ১২টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। কমিশনারের পক্ষে এক কর্মকর্তা আমাদের দরখাস্ত গ্রহণ করেছেন। তাঁরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে আমাদের পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।’
সিলেটে নতুন ট্রেন চালুসহ তিন দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রেললাইনের ওপর ১০ মিনিট শুয়ে থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে লোকজন।
৩৫ মিনিট আগেমহিদুল ইসলাম জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরে উইন্ডো গ্রুপে গত ৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভল্ট থেকে ১ কোটি টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ অক্টোবর উইন্ডো গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসিম মিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজামকে আসামি করে উত্তরা
১ ঘণ্টা আগেযাত্রীদের চাহিদা বিবেচনা করে এমআরটি লাইন-৬ এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।
১ ঘণ্টা আগেদাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ রাসায়নিকের গুদাম, গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচার করা, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সব কেমিক্যাল গোডাউন অতি দ্রুত সরানো।
১ ঘণ্টা আগে