Ajker Patrika

সিলগালা করা হলো চট্টগ্রাম নগরের হেলে পড়া ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিলগালা করা হলো চট্টগ্রাম নগরের হেলে পড়া ভবন

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করা হয়েছে। পরে ফেরদৌস কমপ্লেক্স নামের ওই ভবনে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ওই ভবনকে ঝুকিঁপূর্ণ হিসেবে সীল করে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুকিঁপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’

ঝুকিঁপূর্ণ হিসেবে ভবনটি সিলগালা করে দেয় প্রশাসনবায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ওই ভবনে বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।

ঝুকিঁপূর্ণ ভবন থেকে জিনিসপত্র সড়াচ্ছেন ওই ভবনের বাসিন্দারাভবনের মালিক খোরশেদ আলম বাপ্পি বলেন, ‘কিছুদিন আগে চার তলা ওই ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এই কারণে চারটি পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়েছে। আপাতত লোকজন ও জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য ভবন মালিককে আমরা তিন মাসের সময় দিয়েছিলাম। কিন্তু তারা দুই বছরেও তা করেনি। এখন যা হওয়ার তাই হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত