Ajker Patrika

কুবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

কুবি প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৬
কুবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে গত দুই দিন ধরে চলা দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্যসচিব করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অন্যান্য সদস্য হলেন—সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান।

এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, ‘আমাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের বিষয়ে আমি অবগত হয়েছি। তবে আমার কাছে এখনো কাগজপত্র আসেনি। কাগজপত্র হাতে পেলে আমার কমিটি নিয়ে বসব। কমিটির সবাই বসে আলোচনা করে যেভাবে ভালো হয়, সুষ্ঠু সমাধানের লক্ষ্যে একটা নিরপেক্ষ তদন্ত যেন করা যায়, সে ব্যাপার প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ 

উল্লেখ্য, অফিস আদেশে এই তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত