Ajker Patrika

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৬: ৩১
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে পৃথকস্থান থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের সিরাজ-উ-দ্দৌলার ছেলে হাসান ইমাম রাসেল ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের শহিদ উল্যার ছেলে ওহিদ উল্যা চৌধুরী দিদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসযোগে দুধমুখার দিক থেকে একদল দুর্বৃত্তরা মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির সামনে আসে। এ সময় তারা কয়েকটি বাড়ির সামনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত বসুরহাটের দিকে চলে যায়।

মেয়র আবদুল কাদের মির্জার ভাই শাহাদাত হোসেন বলেন, তিনি তারাবির নামাজ শেষ করে পার্শ্ববর্তী একটি চা দোকানে চা পান করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুধমুখার দিক থেকে একটি মাইক্রোবাস এবং পেছনে দু’টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী আসে। তারা বাড়ির সামনে এসে আমাকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা বসুরহাটের দিকে পালিয়ে যায়। এ ঘটনার জন্য তাদের চলমান রাজনৈতিক প্রতিপক্ষ দায়ী বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, সেতুমন্ত্রী ও মেয়রের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কথিত সাংবাদিক রাসেল ও দিদার নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মেয়রের অনুসারী ইকবাল হোসেন বাদী হয়ে ১৩৭ জনের নামে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে, ১৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মিজানুর রহমান বাদলের অনুসারী নুরুল আফসার আরমান চৌধুরী। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের বড় রাজাপুর গ্রামের মির্জার বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত