Ajker Patrika

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৮৫ পিছ ইয়াবা ও ৯০০ মিয়ানমারের মুদ্রাসহ নুর ইলাহী (২১ )নামে এক যুবককে আটক করেছেন র‍্যাব। আজ বৃহস্পতিবার র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গতকাল বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ নুর ইলাহীকে আটক করা হয়। তিনি উলুবনিয়া এলাকার উলা মিয়ার ছেলে। 

তিনি আরও বলেন,উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত