নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা মা ও ছয় মাস বয়সী শিশুসহ নালায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চসিকের কর্মীরা কাজ করছেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের একটি খোলা নালায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনো উদ্ধার করা যায়নি।’
জানা গেছে, বৃষ্টি হওয়ায় নালার পানির স্রোত থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল নালায় ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমের খবরাখবর নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।
এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা মা ও ছয় মাস বয়সী শিশুসহ নালায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চসিকের কর্মীরা কাজ করছেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের একটি খোলা নালায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনো উদ্ধার করা যায়নি।’
জানা গেছে, বৃষ্টি হওয়ায় নালার পানির স্রোত থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল নালায় ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমের খবরাখবর নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।
এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
৪ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
১০ মিনিট আগেরাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২১ মিনিট আগে