নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘দুই দোকানে পুরোনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা দুই দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ জন্য দুই দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘দুই দোকানে পুরোনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা দুই দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ জন্য দুই দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
২০ মিনিট আগেনিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুড়ি-সিঙারা বিক্রি করতেন।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের
১ ঘণ্টা আগে