চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় সন্দেহভাজন জাহাঙ্গীর আলম (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণের চোখ, টিকলি ও স্বর্ণপদক উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার রাতে অভিযান চালিয়ে বৈলতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, সাতকানিয়া সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের ‘মা স্বর্ণ বিতান’ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ আনুমানিক রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার গায়ে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলি চুরি যায়। যার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এর আগের দিন ১০ মার্চ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একই উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণপদক চুরি হয়। এই দুই চুরির ঘটনায় অজিত মিত্র নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে বৈলতলী এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। গতকাল সোমবার আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় সন্দেহভাজন জাহাঙ্গীর আলম (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণের চোখ, টিকলি ও স্বর্ণপদক উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার রাতে অভিযান চালিয়ে বৈলতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, সাতকানিয়া সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের ‘মা স্বর্ণ বিতান’ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ আনুমানিক রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার গায়ে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলি চুরি যায়। যার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এর আগের দিন ১০ মার্চ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একই উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণপদক চুরি হয়। এই দুই চুরির ঘটনায় অজিত মিত্র নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে বৈলতলী এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। গতকাল সোমবার আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৭ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২১ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৭ মিনিট আগে