Ajker Patrika

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের লোহাগাড়ায় ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে আজ রোববার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এই প্রতিবাদ করে।

উপজেলা বটতলী মোটর স্টেশনের চৌধুরী প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সলাহ উদ্দিন হিরু।

এতে বক্তারা অবিলম্বে কর্নেল অলিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া ফারুক, আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহসভাপতি হারুন অর রশিদ অর্মি হারুন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ প্রমুখ।

পরে উপজেলার বটতলী মোটর স্টেশনে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিলে বের হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা কর্নেল অলি আহমদের কুশপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পদুয়ায় উপজেলা এলডিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত