Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের চাবি নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইকরাম মিয়া (৩০) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ইকরাম এহমাদ শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। আজ (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে রায়হান তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

সোহরাব আল হোসাইন আরও বলেন, ‘এই ঘটনায় রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন আজকের পত্রিকাকে বলেন, নিহত ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আমরা হত্যাকারীর বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত