Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা শিবিরে এপিবিএনের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র গুলিসহ নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১: ৪৮
উখিয়া রোহিঙ্গা শিবিরে এপিবিএনের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র গুলিসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এপিবিএন) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশে তৈরি চারটি বন্দুক ও পাঁচটি গুলিসহ এক নারীকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

আটক ইয়াছমিন আরা (২৭) উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনসার উল্লাহর স্ত্রী।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের সি-ব্লকের একটি ঘরে অস্ত্র মজুত ও কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে–এমন খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 

পরে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি পাহাড়ের ওপরে অবস্থান নিয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। গোলাগুলির একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে পালিয়ে যায়।

অধিনায়ক আরও বলেন, পরে সন্দেহজনক বসতঘরটিতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি চারটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়। এ সময় ঘরটিতে অবস্থানকারী এক নারীকে আটক করা হয়। আটক ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত