লক্ষ্মীপুর প্রতিনিধি
ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুয়াশা কিছুটা কাটলে স্বাভাবিক হয় ফেরি ও লঞ্চ চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা।
এদিকে গত কয়েক দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। কনকনে ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটের বিআইডাব্লিউটিসির ম্যানেজার মো. কাউছার বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত রাত ২টা থেকে থেকে বন্ধ থাকার পর সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়ে এখন স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মেঘনায় নাব্য সংকট ও ২২টি পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডায় মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এ অবস্থায় চলছে দুপুর পর্যন্ত। চরম শীতে কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে শ্রমজীবী মানুষের কাজে যেতে কষ্ট হচ্ছে।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় লক্ষ্মীপুরে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এবারের সর্বনিম্ন তাপমাত্রা।
ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুয়াশা কিছুটা কাটলে স্বাভাবিক হয় ফেরি ও লঞ্চ চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা।
এদিকে গত কয়েক দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। কনকনে ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটের বিআইডাব্লিউটিসির ম্যানেজার মো. কাউছার বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত রাত ২টা থেকে থেকে বন্ধ থাকার পর সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়ে এখন স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মেঘনায় নাব্য সংকট ও ২২টি পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডায় মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এ অবস্থায় চলছে দুপুর পর্যন্ত। চরম শীতে কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে শ্রমজীবী মানুষের কাজে যেতে কষ্ট হচ্ছে।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় লক্ষ্মীপুরে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এবারের সর্বনিম্ন তাপমাত্রা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে