Ajker Patrika

শনিবার চাঁদপুরের ৪ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৯: ৫৪
Thumbnail image

জরুরি মেরামতকাজের জন্য চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মো. মহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সব শ্রেণির গ্রাহকদের এ বিষয়ে সচেতন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মো. মহিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য একটি কোম্পানি গ্যাসলাইনের মেরামতকাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে। গ্রাহকদের দুর্ভোগ এড়াতে মেরামতকাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত