Ajker Patrika

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পরিবারের অপর সদস্য মো. ঈমাম উদ্দিন (২৩) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

আজ রোববার ভোর ৫টার দিকে বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দগ্ধ হয়ে মৃতরা হলেন—নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা (৩)। 

বায়েজীদ থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ঈমাম উদ্দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন। 

স্থানীয়রা জানান, শহীদ নগর এলাকার একটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে এ আগুন পাশের আরও পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট ছয়টি ঘরে পুড়ে যায়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মো. রফিক উদ্দিন আহমদ জানান, আগুনে দগ্ধ মা ও তাঁর দুই সন্তানকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ‘ভোরে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ছয়টি কাঁচা ঘর পুড়ে যায়। এসব ঘরের একটিতে আগুনে দগ্ধ হয় চারজন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধ চারজনকে উদ্ধার করে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।’ 

বায়েজীদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. হোসাইন জানান, মশার কয়েল থেকে লাগা আগুনে মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত