Ajker Patrika

ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে আটকে আছে ৩ শতাধিক পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১৩
Thumbnail image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এতে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

এ কারণে আজ রোববার থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক।

এদিকে গতকাল শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ আছে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ এটি আরও দুর্বল হয়ে আসতে পারে। তবে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, আজ রোববার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তা বিবেচনায় আছে। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, পর্যটকেরা ভালো আছেন। তাদের ভালোমন্দ দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত