নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (১৭) নামে কিশোর খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ডবলমুরিং থানাধীন চৌমুহনী বরফ কল এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অটোরিকশা গায়ে তোলাকে কেন্দ্র করে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। সেই ঘটনার রেশ ধরে এই খুনের ঘটনা ঘটে। নিহত আজিম চট্টগ্রাম বন্দরে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করত। আর গ্রেপ্তার চারজনের কেউ দিনমজুর, কেউ অটোরিকশাচালক।
এ ঘটনায় আজ মঙ্গলবার নিহতের বড় বোন বিলকিস আক্তার বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চৌমুহনী বরফকল এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দল এসে হামলা চালায় আজিমের ওপর। তাঁকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আজিমকে মারতে আসা কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন।
এ সময় অনেকে পালিয়ে গেলেও এক কিশোরকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বাকিরা পালিয়ে গেলেও রাতে পুলিশ অভিযান চালিয়ে মো. নয়ন, মো. সোহেল, মো. মামুনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। তাঁদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।
মামলার বাদী নিহতের বোন বিলকিস আক্তার বলেন, ‘ছোটবেলায় তাঁদের বাবা মারা যায়। মানুষের বাসায় কাজ করে তাঁর ছোট ভাই আজিমকে বড় করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের ঘটনার আগের দিন রোববার একজনের গায়ে অটোরিকশা তুলে দেওয়া নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। যারা মার খেয়েছিল তাঁরা প্রতিশোধ নেওয়ার জন্য ঘটনার দিন মোহাম্মদ আজিমকে একা পেয়ে মারধর করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়।’
তিনি বলেন, ‘যারা এই মামলায় জড়িত, তাঁরা সবাই কিশোর ও তরুণ বয়সের। এরা গ্যাং নিয়ে এলাকায় ঘোরাফেরা করে। এদের কিশোর গ্যাং বলা যাবে।’
চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (১৭) নামে কিশোর খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ডবলমুরিং থানাধীন চৌমুহনী বরফ কল এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অটোরিকশা গায়ে তোলাকে কেন্দ্র করে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। সেই ঘটনার রেশ ধরে এই খুনের ঘটনা ঘটে। নিহত আজিম চট্টগ্রাম বন্দরে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করত। আর গ্রেপ্তার চারজনের কেউ দিনমজুর, কেউ অটোরিকশাচালক।
এ ঘটনায় আজ মঙ্গলবার নিহতের বড় বোন বিলকিস আক্তার বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চৌমুহনী বরফকল এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দল এসে হামলা চালায় আজিমের ওপর। তাঁকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আজিমকে মারতে আসা কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন।
এ সময় অনেকে পালিয়ে গেলেও এক কিশোরকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বাকিরা পালিয়ে গেলেও রাতে পুলিশ অভিযান চালিয়ে মো. নয়ন, মো. সোহেল, মো. মামুনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। তাঁদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।
মামলার বাদী নিহতের বোন বিলকিস আক্তার বলেন, ‘ছোটবেলায় তাঁদের বাবা মারা যায়। মানুষের বাসায় কাজ করে তাঁর ছোট ভাই আজিমকে বড় করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের ঘটনার আগের দিন রোববার একজনের গায়ে অটোরিকশা তুলে দেওয়া নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। যারা মার খেয়েছিল তাঁরা প্রতিশোধ নেওয়ার জন্য ঘটনার দিন মোহাম্মদ আজিমকে একা পেয়ে মারধর করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়।’
তিনি বলেন, ‘যারা এই মামলায় জড়িত, তাঁরা সবাই কিশোর ও তরুণ বয়সের। এরা গ্যাং নিয়ে এলাকায় ঘোরাফেরা করে। এদের কিশোর গ্যাং বলা যাবে।’
২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৮ মিনিট আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের...
১ ঘণ্টা আগে