নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফখরুল সাহেব খামোখা লাফালাফি করছেন। বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন তাঁরা। ওই নির্বাচন এ দেশে হবে না। এখানে নিয়ম মেনে ওয়ান ম্যান ওয়ান ভোটে নির্বাচন হবে।’
আজ মঙ্গলবার সকালে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
মোশাররফ হোসেন বলেন, ‘ফখরুল সাহেব পদযাত্রা-সমাবেশ করছে করুক, কারণ তাঁরা অন্য রকমের নির্বাচন চান। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।’
বিএনপি মানুষের জন্য কাজ করেনি জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। মির্জা ফখরুলকে জানাতে চাই, আমেরিকায় যখন নির্বাচন হয় তখন সেখানে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল। ট্রাম্প কি পদত্যাগ করেছিল। রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করবেন। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদি কি পদত্যাগ করবেন? তাহলে আমরা কোন দোষ করলাম। তিনি তো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন।’
সম্মেলনে অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছে, একই সঙ্গে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকার ও বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবে না।
বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তার বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি প্রমুখ।
সম্মেলনে এরাদুল হক নিজামী ভুট্টু সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফখরুল সাহেব খামোখা লাফালাফি করছেন। বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন তাঁরা। ওই নির্বাচন এ দেশে হবে না। এখানে নিয়ম মেনে ওয়ান ম্যান ওয়ান ভোটে নির্বাচন হবে।’
আজ মঙ্গলবার সকালে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
মোশাররফ হোসেন বলেন, ‘ফখরুল সাহেব পদযাত্রা-সমাবেশ করছে করুক, কারণ তাঁরা অন্য রকমের নির্বাচন চান। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।’
বিএনপি মানুষের জন্য কাজ করেনি জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। মির্জা ফখরুলকে জানাতে চাই, আমেরিকায় যখন নির্বাচন হয় তখন সেখানে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল। ট্রাম্প কি পদত্যাগ করেছিল। রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করবেন। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদি কি পদত্যাগ করবেন? তাহলে আমরা কোন দোষ করলাম। তিনি তো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন।’
সম্মেলনে অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছে, একই সঙ্গে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকার ও বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবে না।
বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তার বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি প্রমুখ।
সম্মেলনে এরাদুল হক নিজামী ভুট্টু সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে