Ajker Patrika

বিএনপি বিদেশ থেকে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২০: ৫৮
বিএনপি বিদেশ থেকে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করেছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফখরুল সাহেব খামোখা লাফালাফি করছেন। বেগম জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন তাঁরা। ওই নির্বাচন এ দেশে হবে না। এখানে নিয়ম মেনে ওয়ান ম্যান ওয়ান ভোটে নির্বাচন হবে।’

আজ মঙ্গলবার সকালে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

মোশাররফ হোসেন বলেন, ‘ফখরুল সাহেব পদযাত্রা-সমাবেশ করছে করুক, কারণ তাঁরা অন্য রকমের নির্বাচন চান। যদি জনপ্রিয়তা থাকে বিএনপি নেতারা নির্বাচন করে জয়লাভ করুক।’

বিএনপি মানুষের জন্য কাজ করেনি জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। মির্জা ফখরুলকে জানাতে চাই, আমেরিকায় যখন নির্বাচন হয় তখন সেখানে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল। ট্রাম্প কি পদত্যাগ করেছিল। রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করবেন। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদি কি পদত্যাগ করবেন? তাহলে আমরা কোন দোষ করলাম। তিনি তো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন।’

সম্মেলনে অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছে, একই সঙ্গে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকার ও বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবে না।

বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তার বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি প্রমুখ।

সম্মেলনে এরাদুল হক নিজামী ভুট্টু সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে কমিটি ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত