কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ।
নিহত রোহিঙ্গা শ্রমিক হলেন—মোহাম্মদ আলম (২৮)। তিনি উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বন বিভাগের পাহাড় কেটে ভিটে জমি তৈরি করছিল। এ সময় পাহাড়ের মাটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন বিভাগের তরফ থেকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে মরিচ্যা এলাকায় বনের পাহাড়ের মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কাশেম মার্কেট এলাকাতেও পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত হন।
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ।
নিহত রোহিঙ্গা শ্রমিক হলেন—মোহাম্মদ আলম (২৮)। তিনি উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বন বিভাগের পাহাড় কেটে ভিটে জমি তৈরি করছিল। এ সময় পাহাড়ের মাটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন বিভাগের তরফ থেকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে মরিচ্যা এলাকায় বনের পাহাড়ের মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কাশেম মার্কেট এলাকাতেও পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত হন।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেবাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
২২ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৪৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১ ঘণ্টা আগে