Ajker Patrika

উখিয়া ও টেকনাফে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু, আহত ৪ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৫৯
উখিয়া ও টেকনাফে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু, আহত ৪ 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে উখিয়া ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটেছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। 

নিহত ব্যক্তিরা হলো মিনা বাজারের গুনার পাড়ার সিএনজিচালক মো. মামুন (২৮), সিএনজির মালিক মো. জয়নাল (৩৫), উখিয়া এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-জি/১২, (এফসিএন নম্বর-২২৬৪০৭) জিয়াবুল হকের কন্যা কানতা (১৪) ও ব্লক-জি/২, এফসিএন নম্বর-২২০৯৬৩-এর আব্দুস সালামের কন্যা নুর কলিমা (১২)।
  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার প্রধান সড়কে এ.সালাম পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ দুজন নিহত হন।

উখিয়া ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ ৪ জন নিহত হয়েছে। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে হ্নীলা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, ‘সিএনজিতে থাকা সবাই এক পরিবারের। তাঁরা পালংখালী গয়ালমরা হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।’

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই-৯ ব্লকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি ‘কেয়ার বাংলাদেশ’-এর ইট বহন করছিল। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে পথচারী দুই রোহিঙ্গা শিশু নিহত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ক্যাম্পের স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল শিশুদের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে।

এ সময় অপর এক পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে এপিবিএন পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করেছে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত