নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: করোনার সংক্রমণের কারণে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর চালু হলো যাত্রীবাহী ট্রেন। আজ সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী ছিল খুবই কম। চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল মাত্র ৭২ জন। যেখানে ট্রেনটিতে আসনসংখ্যা ৬৭০। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে অর্থাৎ ৩৩১ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ রয়েছে।
একই অবস্থা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনেও। এই ট্রেনের আসনসংখ্যা ৪৪০ টি। চাঁদপুরগামী এই ট্রেনের আসনের অর্ধেক ২২০ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ থাকলেও যাত্রী গেছেন মাত্র ১০৭ জন। ১০টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেও যাত্রী কম ছিল। তবে সঠিক পরিসংখ্যানটি পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ কম। কাল থেকে আশা করছি যাত্রী পাব।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঠিক সময়ে স্বাস্থ্যবিধি সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মুখে মাস্ক ছাড়া ট্রেনে প্রবেশ করা হচ্ছে না।
এদিকে ট্রেনের মতো দূরপাল্লার বাসও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। খুলেছে হোটেল রেস্টুরেন্টও।
গণপরিবহন চালু রেখে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সরকারি আদেশের পর সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আজ ২৮ জোড়া আন্তনগর, নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
চট্টগ্রাম: করোনার সংক্রমণের কারণে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর চালু হলো যাত্রীবাহী ট্রেন। আজ সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী ছিল খুবই কম। চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল মাত্র ৭২ জন। যেখানে ট্রেনটিতে আসনসংখ্যা ৬৭০। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে অর্থাৎ ৩৩১ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ রয়েছে।
একই অবস্থা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনেও। এই ট্রেনের আসনসংখ্যা ৪৪০ টি। চাঁদপুরগামী এই ট্রেনের আসনের অর্ধেক ২২০ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ থাকলেও যাত্রী গেছেন মাত্র ১০৭ জন। ১০টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেও যাত্রী কম ছিল। তবে সঠিক পরিসংখ্যানটি পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ কম। কাল থেকে আশা করছি যাত্রী পাব।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঠিক সময়ে স্বাস্থ্যবিধি সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মুখে মাস্ক ছাড়া ট্রেনে প্রবেশ করা হচ্ছে না।
এদিকে ট্রেনের মতো দূরপাল্লার বাসও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। খুলেছে হোটেল রেস্টুরেন্টও।
গণপরিবহন চালু রেখে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সরকারি আদেশের পর সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আজ ২৮ জোড়া আন্তনগর, নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
৩৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ব্যতীত বাকি সব কমিটি বিলুপ্ত করলেও বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রামের সমন্বয়দের। তাঁদের অনেকের নামে চাঁদাবাজি, অনৈতিক লেনদেন, মামলা-বাণিজ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার সাত মাস
১ ঘণ্টা আগে