নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: ছোটবড় ১৭টি পাহাড়ের ঢালুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা ৫০ হাজার মানুষকে সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর লালখান বাজার মতিঝরনা, বাটালি হিল, টাইগার পাস, বিশ্ব কলোনি, বায়েজিদ বোস্তামি, আরেফিন নগরসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিতে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। এসব পাহাড়ে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। মূলত প্রভাবশালী মহলের দখল করে তৈরি করা এসব পাহাড়ে কম ভাড়ায় বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে।
প্রতিবছর বর্ষার সময় তাদের সরিয়ে নিলেও তাঁরা আবারও সেখানে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। এরপরেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে এবং অবৈধ বসতি উচ্ছেদ করছে জেলা প্রশাসন।
গত এক বছরে পাহাড় থেকে এক হাজারেও বেশি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত গ্যাস, পানি, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলমান রয়েছে। সর্বশেষ গত ৯ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে নতুন করে তালিকা প্রস্তুত করে অবৈধ বসতি উচ্ছেদ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান জানান, ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক পরিবারকে। আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা সরে আসছে না, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। গত রোববার শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আজ মঙ্গলবার সকাল ১১টায় মতিঝরনা এলাকার পাহাড় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। তিনি পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।
চট্টগ্রাম: ছোটবড় ১৭টি পাহাড়ের ঢালুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা ৫০ হাজার মানুষকে সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর লালখান বাজার মতিঝরনা, বাটালি হিল, টাইগার পাস, বিশ্ব কলোনি, বায়েজিদ বোস্তামি, আরেফিন নগরসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিতে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। এসব পাহাড়ে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। মূলত প্রভাবশালী মহলের দখল করে তৈরি করা এসব পাহাড়ে কম ভাড়ায় বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে।
প্রতিবছর বর্ষার সময় তাদের সরিয়ে নিলেও তাঁরা আবারও সেখানে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। এরপরেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে এবং অবৈধ বসতি উচ্ছেদ করছে জেলা প্রশাসন।
গত এক বছরে পাহাড় থেকে এক হাজারেও বেশি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত গ্যাস, পানি, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলমান রয়েছে। সর্বশেষ গত ৯ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে নতুন করে তালিকা প্রস্তুত করে অবৈধ বসতি উচ্ছেদ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান জানান, ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক পরিবারকে। আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা সরে আসছে না, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। গত রোববার শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আজ মঙ্গলবার সকাল ১১টায় মতিঝরনা এলাকার পাহাড় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। তিনি পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১২ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২১ মিনিট আগে