Ajker Patrika

ফেনীতে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১

ফেনী প্রতিনিধি
ফেনীতে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় চোরাই পণ্য। ছবি: জকের পত্রিকা
ফেনীতে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় চোরাই পণ্য। ছবি: জকের পত্রিকা

ফেনীতে অভিযান চালিয়ে ভারত থেকে আনা প্রায় কোটি টাকার চোরাই শাড়ি, থ্রি-পিস, হুইস্কি ও অটোরিকশা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ রোববার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম রানা। তিনি পূর্ব ছাগলনাইয়ার বাসিন্দা। তাঁকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলার শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়া ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্য স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত