Ajker Patrika

এসএ গ্রুপের শাহাবুদ্দিন দম্পতির বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১০: ২২
Thumbnail image

চট্টগ্রামের একটি আদালত এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২৭৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দুই মামলায় আজ সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, রূপালি ব্যাংক, আগ্রাবাদ শাখার ১৭৪ কোটি  ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকা ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা ঋণখেলাপির অন্য একটি মামলায় তাঁদের আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত।

আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৮ সালে উল্লিখিত দুজনের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। ২০২০ সালে এই মামলায় রায় ঘোষণা করা হয়। এই মামলার সূত্র ধরে খেলাপি ঋণ আদায়ে সম্প্রতি জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সুদে আসলে ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ১১৪ টাকা ২০ পয়সার খেলাপি ঋণ উদ্ধারে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে সোমবার বিচারক দুজনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেন।

একইভাবে ব্যাংকের একই শাখা কর্তৃপক্ষের তরফ থেকে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করা হয় উল্লিখিত দুজনের বিরুদ্ধে। এই মামলায় রায় হয় ২০২০ সালে। এই রায়ের ওপর ভিত্তি করেই সম্প্রতি অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় বিচারক মুজাহিদুর রহমানের আদালতে। মামলায় মোট ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারক উভয়কে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত