Ajker Patrika

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১৯: ৫৫
আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে নিজেই লাশ হয়ে ফিরলেন বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম (৭০)। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসচালক মো. একলাস মিয়াকে (৩৬) আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। 

বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম (৭০) উপজেলার ১২ নম্বর খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। 

আটক একলাস মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. শাহজালালের ছেলে। 

মমিনুলের জামাতা মো. রিদোয়ান বলেন, ‘আজ সকালে উপজেলার জনার্দ্দনপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টুর বাবা আবদুল মান্নানের জানাজা পড়ানোর জন্য গিয়েছিলেন আমার শ্বশুর। জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মস্তননগর বিশ্বরোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির তৃশা পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি।’ 

জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু দত্ত বলেন, তিশা প্লাটিনাম পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এসআই টিপু আরও বলেন, ঘাতক বাস ও চালক মো. একলাস মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত