Ajker Patrika

সীতাকুণ্ডে যুবকের রহস্যজনক মৃত্যু 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৮
সীতাকুণ্ডে যুবকের রহস্যজনক মৃত্যু 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মহুরম আলী (৩৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কদমরসুল সাগর উপকূলে অবস্থিত ডায়নামিক রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ড নামক জাহাজ ভাঙার কারখানাসংলগ্ন সাগর উপকূলে এ ঘটনা ঘটে। নিহত যুবক কদম রসুল এলাকার মো. শামসুল আলমের ছেলে।

কুমিরা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনেরা জানিয়েছেন, বিকেলে মাছ ধরার জন্য শিপ ব্রেকিং ইয়ার্ড-সংলগ্ন সাগরে যান মহুরম ও তার ভাই।  সাগরে নেমে কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে ঘুরে পড়ে যান মহুরম। এ সময় তাঁর ভাই আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, যুবকের মৃত্যুর বিষয়ে স্বজনদের বর্ণনায় বেশ কিছু গরমিল রয়েছে। নিহত যুবকের নাক দিয়ে রক্ত বের হওয়ার পাশাপাশি মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের বর্ণনা ও মাথায় আঘাতের চিহ্নের কারণে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত