মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ আসন (মিরসরাই) থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে এ হামলার ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি অহিদুল ইসলাম (৩৮), ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন (২০), মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম (৪০), মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ (২০), মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম খলিল বাপ্পী (৩০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রুবেল (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহাদ উদ্দিন রনি (২২) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন (২২), যুবলীগ নেতা কামরুল হাসান সুমন (৩৫), সাজ্জাদ হোসেন অপু (২৭), ফয়সাল হোসেন (২৮), মো. সাকিব (২০), মো. রিপাত (১৮), সাজ্জাদ হোসেন সাজু (২১), সাহেদ হোসেন (২৩), মো. ইমন (২৪), জয় বড়ুয়া (১৯)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহম্মদ নিজামী অভিযোগ করেন, সোমবার বিকেলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল আবুতোরাব বাজারে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় কর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে উঠার আগে স্থানীয় ফারুকের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১১জন আহত হয়েছে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছি।
হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘সোমবার বিকেলে ইমাম হোসেন (২০), মাঈন উদ্দিন (২০), অহিদুল ইসলাম (৩৮), সাইফুল ইসলাম (৩৬) হাত, মাথাসহ শরীরের একাধিক জায়গায় জখম নিয়ে হাসপাতালে আসেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আবুতোরাব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম-১ আসন (মিরসরাই) থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে এ হামলার ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি অহিদুল ইসলাম (৩৮), ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন (২০), মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম (৪০), মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ (২০), মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম খলিল বাপ্পী (৩০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রুবেল (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহাদ উদ্দিন রনি (২২) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন (২২), যুবলীগ নেতা কামরুল হাসান সুমন (৩৫), সাজ্জাদ হোসেন অপু (২৭), ফয়সাল হোসেন (২৮), মো. সাকিব (২০), মো. রিপাত (১৮), সাজ্জাদ হোসেন সাজু (২১), সাহেদ হোসেন (২৩), মো. ইমন (২৪), জয় বড়ুয়া (১৯)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহম্মদ নিজামী অভিযোগ করেন, সোমবার বিকেলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল আবুতোরাব বাজারে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় কর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে উঠার আগে স্থানীয় ফারুকের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১১জন আহত হয়েছে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছি।
হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘সোমবার বিকেলে ইমাম হোসেন (২০), মাঈন উদ্দিন (২০), অহিদুল ইসলাম (৩৮), সাইফুল ইসলাম (৩৬) হাত, মাথাসহ শরীরের একাধিক জায়গায় জখম নিয়ে হাসপাতালে আসেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আবুতোরাব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেসৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৮ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩২ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে