Ajker Patrika

বিয়ের অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত ২ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৪: ৫৮
বিয়ের অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত ২ 

চট্টগ্রামের রাউজানে বিয়ের অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেল ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার বৈজ্জালী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে কর্মরত জয় চৌধুরী (২৯) ও তাঁর সঙ্গে থাকা অন্তু তালুকদার (২২)। জয় চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদারের ছেলে। সম্পর্কে তাঁরা মামাতো ভাই। 

পরিবার সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানের বাজার করতে তাঁরা দুজন একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। এ সময় ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল জয় চৌধুরী। পরে আমরা তাঁর মৃত্যুর খবর পেয়ে জয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সবাই মর্মাহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত