Ajker Patrika

পটিয়ায় পেপার মিল থেকে সাড়ে ৪ মেট্রিক টন সরকারি বই জব্দ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় পেপার মিল থেকে সাড়ে ৪ মেট্রিক টন সরকারি বই জব্দ

চট্টগ্রামের পটিয়া থেকে সাড়ে ৪ মেট্রিক টন সরকারি বই জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারিপুল এলাকার মোস্তাফা পেপার মিলের গোডাউন থেকে এসব বই জব্দ করা হয়েছে।

জব্দ করা বইয়ের মধ্যে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বই। যার আনুমানিক ওজন সাড়ে ৪ মেট্রিক টন। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কৃষি শিক্ষা, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ভূগোল বই রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র হাটহাজারী উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই পাচার করে। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) আমিনুল মোমিনুল গোপন সংবাদে খবর পেয়ে পটিয়া মোস্তাফা পেপার মিলে অভিযান চালান। এ সময় দেখা যায় পেপার মিলের গোডাউনে সরকারি বইয়ের মজুত রয়েছে। পরবর্তীতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনাস্থলে গিয়ে পেপার মিলের গোডাউন থেকে বই জব্দ করেন। 

তবে পেপার মিলের সিনিয়র ডিজিএম আল মামুন জানান, তাদের পেপার মিলের গোডাউনে পরিত্যক্ত প্রায় সাড়ে ৪ মেট্রিক টন কাগজ মজুত রয়েছে। তবে এসব পরিত্যক্ত কাগজ কেন এসেছে তা তারা জানেন না। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, হাটহাজারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী থানা-পুলিশ, পটিয়া থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে সরকারি বইগুলো জব্দ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত