নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আকবর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল। ফেসবুকে এক শোকবার্তায় তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যত দূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’
চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে আকরাম খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেক দিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবর স্থানে দাফন হবে।’
২০০০ সালে বাবা ইকবাল খানকে হারান তামিম ইকবাল। এবার হারালেন তাঁকে ক্রিকেটের সরণিতে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছোট চাচাকে।
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আকবর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল। ফেসবুকে এক শোকবার্তায় তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যত দূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’
চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে আকরাম খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেক দিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবর স্থানে দাফন হবে।’
২০০০ সালে বাবা ইকবাল খানকে হারান তামিম ইকবাল। এবার হারালেন তাঁকে ক্রিকেটের সরণিতে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছোট চাচাকে।
নীলফামারীতে সৈয়দপুরে শেয়ালের কামরে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত তাঁদের কামর দেয়। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নেন।
২ মিনিট আগেগণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পোষ্য কোটার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে অনশনরত শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, ‘বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম, অনেকে শহীদ হয়েছে, আহত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আজও পোষ্য কোটা রয়ে গেছে। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আছে...
২৮ মিনিট আগেফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। আজ রোববার সকালে ফেনী-সোনাগাজী সড়কের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেসাতক্ষীরার দেবহাটায় ট্রলিচাপায় মারিয়া আফরিন মিম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে