নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।
তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।
তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে