দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের একটি মাছের ফিশারিজ সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সেন্টু মিয়া (৪৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের বক্তার বাড়ির মৃত আবদুল মতিন মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে তাঁর বড় ভাইয়ের স্ত্রী মোসা. হাসিনা বেগম দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। হাসিনা বেগম বলেন, গত শনিবার বিকেলে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করি। তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় এবং মরদেহ পানিতে ফেলে যায়।
নিহতের ভাতিজা আবদুল্লাহ বলেন, ‘আমার চাচার একমাত্র সম্বল ছিল অটোরিকশাটি। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে বুড়িরপাড় বাজার খোঁজ নিলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে যাওয়ার জন্য তার অটোরিকশাটি রিজার্ভ ভাড়া নেয়। এরপর থেকে তাঁকে এদিকে আর দেখা যায়নি।
বুধবার সকালে ফিশারিজ পাড়ে একটি বিলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় কয়েকজন দেবিদ্বার থানা-পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর গায়ে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকায় বিভিন্ন পোকা মাকড় তার চোখ ও মুখ খেয়ে ফেলেছে। কীভাবে মারা গেছে তা তদন্ত করলে জানা যাবে।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে আমি পরিদর্শন করেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে।’
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের একটি মাছের ফিশারিজ সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সেন্টু মিয়া (৪৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের বক্তার বাড়ির মৃত আবদুল মতিন মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে তাঁর বড় ভাইয়ের স্ত্রী মোসা. হাসিনা বেগম দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। হাসিনা বেগম বলেন, গত শনিবার বিকেলে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করি। তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় এবং মরদেহ পানিতে ফেলে যায়।
নিহতের ভাতিজা আবদুল্লাহ বলেন, ‘আমার চাচার একমাত্র সম্বল ছিল অটোরিকশাটি। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে বুড়িরপাড় বাজার খোঁজ নিলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে যাওয়ার জন্য তার অটোরিকশাটি রিজার্ভ ভাড়া নেয়। এরপর থেকে তাঁকে এদিকে আর দেখা যায়নি।
বুধবার সকালে ফিশারিজ পাড়ে একটি বিলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় কয়েকজন দেবিদ্বার থানা-পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর গায়ে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকায় বিভিন্ন পোকা মাকড় তার চোখ ও মুখ খেয়ে ফেলেছে। কীভাবে মারা গেছে তা তদন্ত করলে জানা যাবে।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে আমি পরিদর্শন করেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে।’
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২৬ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে