Ajker Patrika

তিন দিন পর নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
তিন দিন পর নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের একটি মাছের ফিশারিজ সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম সেন্টু মিয়া (৪৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের বক্তার বাড়ির মৃত আবদুল মতিন মিয়ার ছেলে। 

মঙ্গলবার রাতে তাঁর বড় ভাইয়ের স্ত্রী মোসা. হাসিনা বেগম দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। হাসিনা বেগম বলেন, গত শনিবার বিকেলে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করি। তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় এবং মরদেহ পানিতে ফেলে যায়। 

নিহতের ভাতিজা আবদুল্লাহ বলেন, ‘আমার চাচার একমাত্র সম্বল ছিল অটোরিকশাটি। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে বুড়িরপাড় বাজার খোঁজ নিলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে যাওয়ার জন্য তার অটোরিকশাটি রিজার্ভ ভাড়া নেয়। এরপর থেকে তাঁকে এদিকে আর দেখা যায়নি। 

বুধবার সকালে ফিশারিজ পাড়ে একটি বিলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় কয়েকজন দেবিদ্বার থানা-পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাঁর গায়ে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকায় বিভিন্ন পোকা মাকড় তার চোখ ও মুখ খেয়ে ফেলেছে। কীভাবে মারা গেছে তা তদন্ত করলে জানা যাবে। 

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে আমি পরিদর্শন করেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত