নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সাত বছর আগে চার বছরের শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাখাওয়াত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত অন্য আসামি তাঁর স্ত্রী মোছাম্মৎ কমলা বেগম (২৬), ভোলা জেলার বাসিন্দা।
ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শফিউল মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত আসামি সাখাওয়াত হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭ ও ৮-এর পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে পৃথক সাজার রায় ঘোষণা করেন।
উভয় ধারায় আসামি সাখাওয়াতকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের পৃথক আদেশ দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়।
একই মামলার আরেক আসামি কমলা বেগমকে আইনের ৭/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ বশির আহমেদ, আনোয়ারা বেগম ও জাকির হোসেন নামের তিন আসামিকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট শফিউল মোর্শেদ চৌধুরী বলেন, রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত আসামিদের সাজা পরোয়ানার ভিত্তিতে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৮ সালে ১৩ জুন নগরের পতেঙ্গা থানাধীন চার রাস্তার মোড়ে ভাড়া বাসা থেকে মো. সোহেল (৩২) নামের এক সবজি বিক্রেতার চার বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়। পরে সাখাওয়াত শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। ১৫ জুন শিশুটির বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে পতেঙ্গা থানায় মামলা করেন। এ ঘটনায় মামলা করার পর পুলিশ শিশুটিকে ভোলা থেকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে।
চট্টগ্রামে সাত বছর আগে চার বছরের শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাখাওয়াত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত অন্য আসামি তাঁর স্ত্রী মোছাম্মৎ কমলা বেগম (২৬), ভোলা জেলার বাসিন্দা।
ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শফিউল মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত আসামি সাখাওয়াত হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭ ও ৮-এর পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে পৃথক সাজার রায় ঘোষণা করেন।
উভয় ধারায় আসামি সাখাওয়াতকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের পৃথক আদেশ দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়।
একই মামলার আরেক আসামি কমলা বেগমকে আইনের ৭/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ বশির আহমেদ, আনোয়ারা বেগম ও জাকির হোসেন নামের তিন আসামিকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট শফিউল মোর্শেদ চৌধুরী বলেন, রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত আসামিদের সাজা পরোয়ানার ভিত্তিতে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৮ সালে ১৩ জুন নগরের পতেঙ্গা থানাধীন চার রাস্তার মোড়ে ভাড়া বাসা থেকে মো. সোহেল (৩২) নামের এক সবজি বিক্রেতার চার বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়। পরে সাখাওয়াত শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। ১৫ জুন শিশুটির বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে পতেঙ্গা থানায় মামলা করেন। এ ঘটনায় মামলা করার পর পুলিশ শিশুটিকে ভোলা থেকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন।
১ ঘণ্টা আগেএক পা নেই বৃদ্ধ হিসাব উদ্দীনের (৬০)। তারপরও ২ হাজার টাকা বেতনে একটি চাতাল পাহারা এবং ছেলেকে নিয়ে অন্যের জমি বর্গায় চাষাবাদ করে দিন যাচ্ছিল তাঁর। কিন্তু আগুনে নিমেষে ধ্বংস হয়ে গেল তাঁর তিলে তিলে গড়া ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবারটি। ঘটনার বিহ্বলতায় হিসাব উদ্দীনের স্ত্রী মাসুদা বেগম
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে