Ajker Patrika

চট্টগ্রামে পিকআপের সঙ্গে পুলিশের টহল গাড়ির সংঘর্ষ, আহত ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৭
চট্টগ্রামে পিকআপের সঙ্গে পুলিশের টহল গাড়ির সংঘর্ষ, আহত ৪ 

চট্টগ্রাম নগরীতে মালবাহী পিকআপের সঙ্গে পুলিশের টহল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাটের আউটার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজিজুল হক এবং কনস্টেবল সুজন খান, নজরুল ইসলাম ও মশিউর রহমান। আহতরা সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ির সঙ্গে একটি মালবাহী সিঙ্গেল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।’ 

ওসি কবিরুল আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত