Ajker Patrika

মিরসরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

মিরসরাইয়ে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মিরসরাই সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জাহিদ মিরসরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক। মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জেবল হকের ছেলে তিনি। 

মিরসরাই থানার উপপরিদর্শক রাজিব পোদ্দার জানান, গ্রেপ্তারকৃত জাহিদের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য মামলাগুলোতে তিনি জামিনে আছে। শনিবার বিকেলেই তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এদিকে জাহিদ হোসেইনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্যসচিব গাজী নিজাম উদ্দিনসহ মিরসরাই উপজেলা, মিরসরাই পৌর, বারইয়ারহাট পৌর বিএনপি নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত