Ajker Patrika

পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২২, ১৯: ৪৮
পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে নিউটন দে (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁর বাড়িতে থাকা মোমবাতি কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত নিউটন দে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শান্তি পদ দের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাঁর দুজন ছেলে সন্তান আছে। 

নিহতের ভাতিজা হিল্লোল দে জানান, আজ সকালে গ্রামের বাড়িতে অবস্থিত খাজা আজমির নামের মোমবাতি কারখানায় প্রবেশ করে সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তার হাত দিয়ে সারানো সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর স্ত্রী জোরে চিৎকার দিলে আশপাশের সবাই ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের সদস্যরা সেটি মানতে পারছিল না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরাও তাঁকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া থানা-পুলিশের উপপরিদর্শক সাহাবুদ্দিন আকন্দ জানান, নিউটন দে নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর মরদেহ চমেক হাসপাতালের মর্গে আছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো পাইনি। 

এ বিষয়ে পাচঁলাইশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। শেষ হলেই আপনাদেরকে জানাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত