আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘হোয়াট ইজ এক দফা’ বলে শিক্ষার্থীর হাত থেকে প্ল্যাকার্ড নিয়ে ছিঁড়ে ফেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। তবে তিনি এখন বাংলাদেশের সীমানার গণ্ডি পেরিয়ে কাতারে চলে গেছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীর হাত থেকে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার ভিডিও ক্লিপ ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী শিক্ষার্থীর হাত থেকে ‘এক দফা, এক দাবি’ লেখা একটি প্ল্যাকার্ড জোরপূর্বক তাঁর কাছ থেকে টেনে নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের সামনেই ছিঁড়ে ফেলেন ওই নেতা।
পরদিন আবারও দলবল নিয়ে বাধা দিতে গিয়ে ধাওয়া খান শাহবুদ্দিন বেগ শাপলু। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে উত্তেজনার সৃষ্টি করেছিলেন তিনি। এ ঘটনার জেরে ৫ আগস্ট তাঁর রাধানগর কলেজপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পর থেকেই তিনি লাপাত্তা হন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে শাপলুর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও ঘুরছে। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের একজন সদস্য ও কাতারের একটি নির্ভরযোগ্য সূত্র। শাপলুর পরিবারের ওই সদস্য জানান, শাপলুকে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিনের মধ্যে কাতার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। গত মঙ্গলবার তিনি সে দেশে পৌঁছেছেন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক হাতে পাসপোর্ট, আরেক হাতে ব্যাগ টেনে স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে যাচ্ছেন শাহবুদ্দিন বেগ শাপলু। এরপর তিনি হাত উঁচিয়ে বিদায় জানান।
ওই দিনই ফেসবুকে শাহবুদ্দিন বেগ শাপলু লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের।’ ওই পোস্টে অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে শুভকামনা জানান।
সূত্র জানায়, শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের ভাতিজি জামাই। তাকজিল খলিফা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন। এসবের সুবাদে শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনেও তাঁর প্রভাব ছিল। এ ছাড়া টেন্ডারবাজি, অবৈধভাবে বালু উত্তোলন, জায়গা দখল, স্থলবন্দরে প্রভাব দেখানোসহ নানা ধরনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক একাধিক মামলায় এখন ঢাকার কারাগারে আছেন। তবে আদালতে হত্যা মামলা হওয়ার পর পলাতক রয়েছেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল। ধারণা করা হচ্ছে, তিনি ভারত পালিয়ে গেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘হোয়াট ইজ এক দফা’ বলে শিক্ষার্থীর হাত থেকে প্ল্যাকার্ড নিয়ে ছিঁড়ে ফেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। তবে তিনি এখন বাংলাদেশের সীমানার গণ্ডি পেরিয়ে কাতারে চলে গেছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীর হাত থেকে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার ভিডিও ক্লিপ ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী শিক্ষার্থীর হাত থেকে ‘এক দফা, এক দাবি’ লেখা একটি প্ল্যাকার্ড জোরপূর্বক তাঁর কাছ থেকে টেনে নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের সামনেই ছিঁড়ে ফেলেন ওই নেতা।
পরদিন আবারও দলবল নিয়ে বাধা দিতে গিয়ে ধাওয়া খান শাহবুদ্দিন বেগ শাপলু। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে উত্তেজনার সৃষ্টি করেছিলেন তিনি। এ ঘটনার জেরে ৫ আগস্ট তাঁর রাধানগর কলেজপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পর থেকেই তিনি লাপাত্তা হন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে শাপলুর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও ঘুরছে। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের একজন সদস্য ও কাতারের একটি নির্ভরযোগ্য সূত্র। শাপলুর পরিবারের ওই সদস্য জানান, শাপলুকে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিনের মধ্যে কাতার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। গত মঙ্গলবার তিনি সে দেশে পৌঁছেছেন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক হাতে পাসপোর্ট, আরেক হাতে ব্যাগ টেনে স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে যাচ্ছেন শাহবুদ্দিন বেগ শাপলু। এরপর তিনি হাত উঁচিয়ে বিদায় জানান।
ওই দিনই ফেসবুকে শাহবুদ্দিন বেগ শাপলু লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের।’ ওই পোস্টে অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে শুভকামনা জানান।
সূত্র জানায়, শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের ভাতিজি জামাই। তাকজিল খলিফা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন। এসবের সুবাদে শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনেও তাঁর প্রভাব ছিল। এ ছাড়া টেন্ডারবাজি, অবৈধভাবে বালু উত্তোলন, জায়গা দখল, স্থলবন্দরে প্রভাব দেখানোসহ নানা ধরনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক একাধিক মামলায় এখন ঢাকার কারাগারে আছেন। তবে আদালতে হত্যা মামলা হওয়ার পর পলাতক রয়েছেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল। ধারণা করা হচ্ছে, তিনি ভারত পালিয়ে গেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে