Ajker Patrika

রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানও চায় যুক্তরাষ্ট্র। কিন্তু মিয়ানমারে সেই পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আফরিন আখতার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী আফরিন আখতার আজ মঙ্গলবার সকালে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গাশিবির পরিদর্শনে যান। দিনব্যাপী শিবির পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি আরআরআরসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আফরিন আখতার ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সেন্টারসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আফরিন আখতার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘কথিত নির্বাচন নয়, বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত