Ajker Patrika

জি ই সি মোড়ে জোয়ারের পানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ মে ২০২১, ১৬: ৪৫
জি ই সি মোড়ে জোয়ারের পানি

চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে। 

সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।

স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।

খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।

তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।

সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত