নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে।
সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।
স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।
খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।
তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।
সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।
চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে।
সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে জি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন আরেক বেকায়দায়। গতকাল শুক্রবার থেকেই বেচা বিক্রি অনেকটা বন্ধ, ক্রেতা নেই।
স্থানীয় দোকানি আমির উদ্দিন বলেন, আমি গত বিশ বছর এখানে দোকান করছি, কখনো এভাবে পানি উঠতে দেখিনি। বৃষ্টি হলে পানি জমে, তা আবারও নেমে যায়। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে আর আমরা জোয়ারের পানিতে বন্দী এমন অবস্থা এবারই প্রথম।
খাবারের দোকানি আরিফুর সবুজ জানান, নালারও দুরবস্থা, এখানে সড়কের নিচ দিয়ে নালা গেছে, কিন্তু এটি কখনো পরিষ্কার করতে দেখিনি। তা ছাড়া নানা জায়গায় নালায় ময়লা, আবর্জনা ও পলিথিন জমে আছে, এতে পানি নামতে পারছে না।
তা ছাড়া জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় নালা বন্ধ। পানি কখন নামবে তাও বুঝতে পারছি না। বিষয়টি সিটি করপোরেশনের দেখা উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, সকালেই বিষয়টি সমাধানে টিম পাঠানো হয়েছে। কোথাও নালা অপরিষ্কার আছে কিনা, তা দেখবে তারা। আশা করছি আজকেই পানি নেমে যাবে।
সরেজমিনে দেখা যায়, পানি মাড়িয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন, কর্মস্থলগামী মানুষ। পরিপাটি জামা কাপড় আর জুতো পরে যারা বেরিয়েছেন সড়ক পার হতে গিয়ে তারা পড়ছেন বিপাকে। অনেকে আধা কিলোমিটার বেশি সামনে বা পেছনে হেঁটে তারপর সড়ক পার হচ্ছেন, অনেকে পার হচ্ছেন জুতো হাতে নিয়ে। মাঝ মাঝে আমার এ পানিতেই যানবাহন পরিষ্কার করে নিচ্ছেন চালকরা।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে