রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাযাত্রী বিশ্বজিৎ দে (৩৬) নিহত হন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মণ্ডলের বাড়ির বলরাম দের ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তাঁর একটি দর্জির দোকান রয়েছে।
আহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশার যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
ওসি মো. মাহবুব মিলকী আজকের পত্রিকা বলেন, ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে বেতাগী রামগতির হাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলী আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা যাত্রী বিশ্বজিৎ দে ছাড়াও দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাযাত্রী বিশ্বজিৎ দে (৩৬) নিহত হন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মণ্ডলের বাড়ির বলরাম দের ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তাঁর একটি দর্জির দোকান রয়েছে।
আহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশার যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
ওসি মো. মাহবুব মিলকী আজকের পত্রিকা বলেন, ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে বেতাগী রামগতির হাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলী আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা যাত্রী বিশ্বজিৎ দে ছাড়াও দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
২ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। দুটি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
২১ মিনিট আগেটেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার বিকেলে টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে